বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেনারেল হাসপাতালে কয়েক ঘণ্টার মাথায় তারা মারা যান। হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, বেলা ১টায় মারা গেছেন মো. হোসাইন চৌধুরী (৭০)। নগরীর দক্ষিণ কাট্টলীর এ বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে ১৩ জুন হাসপাতালে ভর্তি হন। সকাল পৌনে ৮টায় মারা গেছেন সুব্রত ধর (৫০)। নগীর দেওয়ান বাজারের বাসিন্দা তিনি। করোনা উপসর্গ নিয়ে ১৫ জুন হাসপাতালে আসেন।
ভোর রাতে মারা গেছেন আবদুল হাকিম (৬০) নামে আরো একজন। আনোয়ার উপজেলার এ বাসিন্দা ১৭ জুন হাসপাতালে ভর্তি হন।
চট্টগ্রামে নতুন করে আরো ১৭৮ জনের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৬৩ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও চার জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৩১। নতুন করে ৫২ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৫৩৮ জন। বাসায় থেকে সুস্থ হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।