Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিমাসে ভেনিজুয়েলায় তেল পাঠাবে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৩:৩৪ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকি উপেক্ষা করে এবার প্রতিমাসে ভেনিজুয়েলায় পেট্রোল ও ডিজেল পাঠানোর পরিকল্পনা নিয়েছে ইরান। গত মাসে ইরান আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ক্যারিবীয় উপসাগর ব্যবহার করে ভেনিজুয়েলায় প্রায় ১৫ লাখ ব্যারেল পেট্রোল রপ্তানি করেছে। ভেনিজুয়েলা কার্যত মার্কিন অবরোধের মধ্যে রয়েছে।

গত শনিবার ইরানের একটি বার্তা সংস্থা জানিয়েছে, ভেনিজুয়েলাগামী ইরানি জাহাজে হস্তক্ষেপ করলে পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন বাণিজ্যিক জাহাজকে টার্গেট করার জন্য ইরানের নৌবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছিল।

বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, ভেনিজুয়েলাগামী ইরানি জাহাজের বিষয়ে মার্কিন হুমকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মার্কিন জাহাজ টার্গেট করতে ইরানি সশস্ত্র বাহিনীর জন্য নির্দেশ জারি করা হয়। নূর নিউজ বলছে, সম্ভাব্য অভিযানের জন্য ইরানি বাহিনীর সামনে পথ খোলা রাখা হয়েছিল যে, দ্রুত পাল্টা ব্যবস্থা নিতে মার্কিন জাহাজ চিহ্নিত করে টার্গেট করতে হবে।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাফারাবাদি জানিয়েছেন, মার্কিন জাহাজ চিহ্নিত করার কাজে ইরানের নূর স্যাটেলাইটকে কাজে লাগানো হতো। গতমাসে ইরান এ স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ