Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় সর্বোচ্চ সিলেটে মৃত্যু ৪৩ জন বিভাগে ৫৫ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১:২১ পিএম

মঙ্গলবার (১৬ জুন- মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্ত হন ২০৬ জন। ঠিক তার পরবর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১৪১ জন। এতে এ অঞ্চলে অপ্রতিরোধ্য গতিতে যেন বাড়ছে করোনা রোগী। মঙ্গলবার (১৬ জুন) সিলেট বিভাগে নতুন করে করোনাভাইরাস ধরা পড়েছে ১৪১ জনের শরীরে। এর মধ্যে সিলেটে ৬৯, সুনামগঞ্জে ৫৮ ও মৌলভীবাজারে ১৪ জন। মঙ্গলবার বিভাগে করোনায় মারা গেছেন একজন। মৃত ব্যক্তি সিলেটের। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, বুধবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভাগে আক্রান্ত হয়েছেন ২৭৫৩ জন। এর মধ্যে সিলেট ১৫৬৪, সুনামগঞ্জে ৬৯৯, হবিগঞ্জে ২৬১ ও মৌলভীবাজারের ২২৯ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত ৩৩৮ জন আছেন হাসপাতালে ভর্তি। এর মধ্যে সিলেটে ১৫৯, সুনামগঞ্জে ১০৭, মৌলভীবাজারে ৬ ও হবিগঞ্জে ৬৬ জন। এদিকে, বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ১৮ জন বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেটে ১৮, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ১ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭৭ জন। এর মধ্যে সিলেটে ২১০, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ৭৬ ও সুনামগঞ্জে ১৩৩ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, গত ১০ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১৪৪৫০ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে এবং ১৩১১৩ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র। বর্তমানে ১৩৩৭ জন অবস্থান করছেন হোম কোয়ারেন্টিনে। এর মধ্যে সিলেটে ৫৫০, মৌলভীবাজারে ২৮৬, সুনামগঞ্জে ৪৮৪ ও হবিগঞ্জে ১৭ জন। এ পর্যন্ত হাসপাতালে বিভাগের ২৬৮ জন আছেন কোয়ারেন্টিনরত। এর মধ্যে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৩৩, মৌলভীবাজারে ৩০ ও হবিগঞ্জে ১২৫ জন।

এদিকে, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১জন সহ এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে সিলেটে ৪৩, মৌলভীবাজারে ৪, সুনামগঞ্জে ৪ ও হবিগঞ্জে ৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ