Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার উপসর্গ নিয়ে ফেনীতে তিনজনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১১:৩১ এএম

ফেনীতে করোনা আর এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে দিন দিন।

মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে তিনজনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।


মঙ্গলবার (১৬ জুন) ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানা যায়, দুপুরে ৭০ বছরের এক নারী আইসোলেশনে মৃত্যুবরণ করে। শহরের বিরিঞ্চি নিবাসী ওই নারী বেলা ১২টা নাগাদ হাসপাতালে ভর্তি হন।

একইদিন বিকেল সাড়ে ৪টায় ৮৫ বছরের এক ব্যক্তি মারা যান। মৃত্যুর প্রায় ঘণ্টাখানেক আগে তিনি হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি শহরের পূর্ব মধুপুরে। মৃত্যুর পরপর করোনা পরীক্ষার জন্য তাদের দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া।

তিনি আরও জানান, বিকেলে আইসোলেশন ওয়ার্ডে চৌদ্দগ্রামের এক নারীর (২০) মৃত্যু হয়। ১০ জুন এ রোগী হাসপাতালে তীব্র জ্বর নিয়ে ভর্তি হয়। ১১ জুন তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

তিনজনই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন বলেও জানান আরএমও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ