Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ২২০ টাকার স্যাভলন ৫০০ টাকা ভ্রাম্যমান আদালতের জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৮:০৮ পিএম | আপডেট : ৮:০৮ পিএম, ১৪ জুন, ২০২০

নগরীতে ২২০ টাকা দামের স্যাভলন ৫০০ টাকায় বিক্রির সময় কয়েক জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

রোববার নগরীর রেয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে বেশি দামে জীবাণুনাশক স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ বিক্রির দায়ে ৫ দোকানিকে ৪২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, ক্রেতা সেজে কয়েকটি প্রসাধনীর দোকানে গিয়ে ১ লিটার স্যাভলনের দাম জিজ্ঞেস করতেই ৫০০ টাকার নিচে কেউ বিক্রি করতে রাজি হয়নি। অথচ এসব স্যাভলনের গায়ে মূল্য লেখা ২২০ টাকা।
অতিরিক্ত দামে বিক্রির দায়ে রূপসজ্জা কসমেটিকসকে ২০ হাজার, রফিক কসমেটিকসকে ১০ হাজার, ক্যাপ হাউসকে ৫ হাজার, ইলিয়াস কালেকশনকে ৫ হাজার এবং রাশেদ ক্যাপ হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ