Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে মার্কিন ঘাঁটিতে ফের রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১২:০০ এএম

মার্কিন অধিকৃত ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তাবাহিনী এক বিবৃতিতে জানায়, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ঘাঁটিতে দু’টি রকেট আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকেও রকেট হামলার কথা নিশ্চিত করা হয়েছে । তবে আন্তর্জাতিক জোটের বিবৃতিতে বলা হয়েছে, তাজি ঘাঁটির যে অংশে বিদেশি সেনাদের অবস্থান তার বাইরে পড়েছে রকেট দুটি। ওই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দ‚তাবাসে অন্তত ৩০ বার রকেট হামলা হয়েছে। পার্সটুডে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ