Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত এক নারীসহ দুই জনের মৃত্যু

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৬:১০ পিএম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সালমা বেগম (৩৫) নামের এক নারীর মারা গেছেন। মৃত সালমা বেগম জেলার বাউফলের কালাইয়া ইউনিয়নের আক্তার হোসেনের স্ত্রী। সালমা বেগম করোনার উপসর্গ নিয়ে গত ৯ জুন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষার পর তার করোনা পজেটিভ শনাক্ত হয়। আইসোলেশেনে চিকিৎসাধিন অবস্থায় আজ শুক্রবার (১২ জুন) সকাল পৌনে ৮টায় তিনি মারা যান।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎস (ভারপ্রাপ্ত) ডাঃ আখতারুজ্জামান জানান, স্বাস্থ্য বিধি মেনে ওই নারীর লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হবে। মৃত্য ব্যক্তির স্পর্শে এসেছেন এমন ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে ।

এছাড়া জেলার কলাপাড়া পৌরসভার রহমতপুর মহল্লার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রশিদ মিয়া (৭২) করোনায় আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টার দিকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।মৃত আব্দুর রশিদ মিয়ার স্ত্রী পিয়ারা বেগমও করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।সোমবার রাতে দুজনের করোনা পজেটিভ সনাক্ত রিপোর্ট আসার পরে মঙ্গলবার তাদেরকে ঢাকা নিয়ে যাওয়া হয়।কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিনময় হালদার জানান মৃত আবদুর রশিদের লাশ দাফনের জন্য কলাপাড়ায় নিয়ে আসা হচ্ছে কভিড প্রটোকল অনুযায়ী তার লাশ বাড়িতে দাফন করা হবে।
এ নিয়ে জেলার মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ