বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি কাজে বাঁধা দেয়ায় দুই জনের জেল ও সরকারি আদেশ অমান্য করায় ৫ জনের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান। বৃহস্পতিবার(১১ জুন) বিকেলে উপজেলার শান্তিবাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় সরকারি কাজে বাঁধা দেয়ায় দুই জনের ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এরা হলেন শান্তিরাম গ্রামের হোসেন আলীর ছেলে আকবার আলী ও সাইদুর রহমানের ছেলে জামিউল ইসলাম। এছাড়া একই সময়ে ওই বাজারে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় ৫ দোকানির প্রত্যেকের ৫০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এরা হলেন শান্তিরাম গ্রামের আজিম উদ্দিনের ছেলে মুসলিম আলী,হাসেন আলীর ছেলে লাল মিয়া,হেলাল উদ্দিনের ছেলে আঃ রহিম,পাঁচগাছি শান্তিরাম গ্রামের চাঁদ মিয়ার ছেলে শরিফুল,শান্তিরাম হাজীপাড়া গ্রামের আঃ জব্বারের ছেলে আঃ লতিফ। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী লুতফুল হাসান দুই জনের জেল ও ৫ জনের জরিমানার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।