Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৬:১৭ পিএম

করোনায় জীবন দিলেন আরও এক বীর পুলিশ সদস্য। তিনি কুড়িগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুল জলিল (৫৫)। করোনাক্রান্ত হয়ে তিনি গত মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নওগা জেলার আত্রাই থানার দীপ চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়্। উল্লেখ্য, করোনা যুদ্ধে এ নিয়ে পুলিশের ২০ জন গর্বিত সদস্য জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন বলে পুলিশ সদরদফতরের এক বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে জানানো হয়েছে।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১০ জুন, ২০২০, ৭:১৩ পিএম says : 0
    রাহমানের রাহিম আল্লাহ্ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত মানুষের জান মালের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর মৃত্যু কে শহীদের মর্যাদা মর্যাদাবান সুউচ্ছস্থান দান করুন। তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর গর্ভীত মায়ের সূর্য সন্তান। শিরোনামে ছবিটি অত্যন্ত অমার্জিত অবহেলার ছবি দয়াকরে পরিবর্তন করুন। শিরোনাম পুলিশ কর্মকর্তার মৃত্যু। শিরোনাম হওয়া উচিত ছিলো রাষ্ট্রের আইন শৃংখলা বাহিনীর পুলিশের বিশতম শহীদের মৃত্যু। আল্লাহ্ আমাদের সবাই হেফাজতের মাধ্যমে সত‍্য বলার লিখার তৌফিক দিন। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ