বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝড়-বৃষ্টির মধ্যে গোয়ালে গরু তোলার সময় বজ্রপাতে স্থানীয় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ সময় তার ছেলেও আহত হয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে বুধবার সকালে বজ্রপাতে যুবলীগ নেতা নুরন্নবী জোয়ার্দারের (৪০) মৃত্যু হয়েছে। এ সময় তার ছেলে জাহিদ (১৩) আহত হয়েছে।
মৃত নূরন্নবী ওই গ্রামের বাসিন্দা ও স্থল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) কে এম রাকিবুল হুদা জানান, সকালে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাইরে রাখা গরু গোয়ালে তোলার জন্য ছেলেকে নিয়ে বের হন নূরন্নবী। এ সময় বজ্রপাতে নূরন্নবী ও তার ছেলে জাহিদ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূরন্নবীকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।