Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁওয়ে ছেলের পর অগ্নিদগ্ধ মায়ের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১:৪৯ পিএম

সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে মোবাইল ফোন চার্জে লাগিয়ে ব্যবহারের সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘরে আগুন লেগে কলেজ শিক্ষার্থী অপূর্ব দাস মঙ্গলবার (১০ জুন) সকালে মারা যাওয়ার ২৪ ঘণ্টা পর অগ্নিদগ্ধ মা বানু রানী দাস (৪৬) মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

এলাকাবাসী জানায়, বানু রানী দাসের ছেলে অপূর্ব গত রোববার সকালে মোবাইল ফোন চার্জ দেয়া অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরে আগুন লেগে অপূর্ব অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ ছেলেকে বাচাঁতে গিয়ে মা বানু রানী দাসও অগ্নিদগ্ধ হয়। দগ্ধ অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে অর্পূব দাস মারা যায়। ছেলের মৃত্যুর একদিন পর বানু রানী দাসও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাড়ির মালিক মিজানুর রহমান বলেন, অপূর্বকে যখন ঘর থেকে বের করে নিয়ে আসা হয় তখন তার কানে হেডফোন ও চার্জারের তার জড়ানো ছিল। এ সময় তার মুখ ও বুক ঝলসানো ছিল। তার মায়ের মাথার চুল আগুনে পোড়া ছিল। আগুনে খাট, তোশক ও আসবাবপত্র পুড়ে গেছে।

তিনি আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন অপূর্ব দাসের শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মায়ের মাথায় অংশে দগ্ধ হওয়ার শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়ে মা বানু রানী দাসেরও মৃত্যু হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ