Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

ব্রাহ্মণবাড়িয়া করোনা উপসর্গ নিয়ে সাংবাদিকসহ ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ৬:৫৩ পিএম

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাংবাদিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট) নিয়ে আবু বক্কর (৫০) নামে সাংবাদিকের মৃত্যু হয়। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র ফটো সাংবাদিক হিসাবে ঢাকায় কর্মরত ছিলেন। এ ঘটনায় ওই গ্রামের চারটি পরিবারকে লকডাউন করা হয়েছে। দুপুরে বিশেষ ব্যবস্থায় তাঁর লাশ দাফন করা হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিরামপুর গ্রামের ওই ব্যক্তি গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ জনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান। স্থানীয় লোকজন বিষয়টি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়াকে অবহিত করলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের একটি প্রতিনিধি দল সকাল ১০টার দিকে ওই ব্যক্তির বাড়িতে যান। বিশেষ ব্যবস্থায় ওই ব্যক্তির লাশ দাফনের পর মৃতের পরিবারসহ চারটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারের বাকী সদস্যদের নমুনাও সংগ্রহ করা হবে। এদিকে সরাইল উপজেলার কুট্টাপাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে লতিফ (৬০) নামক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিরার থেকে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। গতরাতে ওই ব্যক্তির প্রচন্ড শ্বাসকষ্ট হয়। ফলে গতকাল শুক্রবার দুপুরে সদর হাসপাতালে ভর্তির ওই ব্যক্তি মারা যায়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহ হওয়ায়, বিশেষ ব্যবস্থায় ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ