নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের মহামারির কারণে ভার্চুয়ালি খেলাধুলার আয়োজন করছে বিশ্ব বিভিন্ন ক্রীড়া সংস্থা। এ ধারাবাহিকতায় আগামী মাসে আন্তর্জাতিক উশু টুর্নামেন্টের আয়োজন করছে ভারত। এ আসরে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন লাল সবুজের উশুকারা। ম্যাটে হবে আন্তর্জাতিক এ আসরের খেলা। উশুকাদের পারফরম্যান্স ভিডিও ক্যামেরার মাধ্যমে ধারণ করে সরাসরি জায়ান্ট স্ক্রিন্টে দেখানো হবে। সেই পারফরম্যান্স দেখে অপর প্রান্তে থাকা বিচারকরা নাম্বার দেবেন। বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো অনলাইনে আন্তর্জাতিক উশু প্রতিযোগিতা হচ্ছে। সাউথ এশিয়ান গেমসের পর প্রথমবার ম্যাটেও নামছে ছেলে-মেয়েরা। তাই তারাও খুব খুশী।’ তিনি আরো বলেন, ‘জুলাইয়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে সিনিয়র ও জুনিয়র দু’বিভাগে বাংলাদেশের ১৫ জন পুরুষ ও নারী উশুকা নেবে। ভারতের আয়োজনে এই টুর্নামেন্টেবেশ ক’টি দেশই খেলবে। ইতোমধ্যে নেপাল ও আয়োজক ভারতের সঙ্গে আমাদের কথাও হয়েছে।’
পুরস্কার প্রসঙ্গে দুলালের কথা, ‘অপরপ্রান্তে থাকা বিচারকরা নাম্বারের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করবেন। প্রতিযোগিরা পুরস্কার হিসেবে পাবেন পদক ও সনদ। পুরস্কার ক্রীড়াবিদদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। এছাড়া নভেম্বরে এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপেরও আয়োজন করবে ভারত। অবশ্য সেটা হবে স্বশরীরে। আমাদের উশুকারা খেলবে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। অংশ নেয়া উশুকাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ব্যবস্থাপনায় ঢাকায় নিয়ে আসা হবে এবং বাড়িতে পৌঁছে দেয়া হবে।’
দীর্ঘ সাত মাস পরে অনলাইনে হলেও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট পেয়ে উচ্ছ¦সিত উশুকারা। এসএ গেমসের নানচুয়ান ও নানদাউ ইভেন্টে রুপা জয়ী মর্জিনা আক্তার বলেন, ‘বাংলাদেশ উশু ফেডারেশন থেকে আমাদের এই অনলাইন গেমের ব্যাপারে জানানো হয়েছে। তাই আমি প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আমার বাড়ি কক্সবাজারে। তাই এই জেলায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুমল আমিন স্টেডিয়ামে শেখ সেলিম স্যারের কাছে অনুশীলন করছি।’ একই গেমসের চানচুয়ান ইভেন্টে রুপা জয়ী ওমর ফারুক প্রস্তুতি নিচ্ছেন নিজ বাড়ি কুমিল্লায়। তার কথায়, ‘আমি বাড়ির আঙ্গিনায় অনুশীলন করে নিজেকে প্রস্তুত করছি। অনলাইনে হলেও পদক জেতাই আমার লক্ষ্য।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।