মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান বলেছে, মার্কিন সরকার সম্প্রতি ইরানের পরমাণু বিজ্ঞানীদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তেহরানের পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হবে না।
আজ (শুক্রবার) সিরিজ টুইটার পোস্টে ইরানের আণবিক শক্তি সংস্থা মার্কিন সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একথা বলেছে। টুইটার পোস্টে বলা হয়েছে- এ নিষেধাজ্ঞার মাধ্যমে এটাই ফুটে উঠেছে যে, আমেরিকা ইরানের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে। আমেরিকার কোন পদক্ষেপ ইরানি জাতির দূরবর্তী লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কোনো রকমের বাধা সৃষ্টি করতে পারবে না।
ইরানের আণবিক শক্তি সংস্থা সতর্ক করে বলেছে আমেরিকার এই ধরনের পদক্ষেপের কারণে তেহরানের পরমাণু কর্মসূচি আরো বেশি উন্নতি লাভ করবে।
পোস্টে বলা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত ভালো খবর রয়েছে যা শিগগিরই জানা যাবে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।