বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একটি মোবাইল সেটের জন্য প্রাণ গেলো মা ও ছেলের। রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে মোবাইল ফোন তুলতে গিয়ে টয়লেটের হাউজে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, কয়ামাজমপুর গ্রামের চায়ের দোকানদার কুদ্দুস পাইকের স্ত্রী ফিরোজা বেগম (৩৮) এবং তাদের ছেলে মো. রাসেল (১৬)। রাসেল কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার ফল প্রর্থী।
স্থানীয়দের বরাত দিয়ে দুর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কণা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাসেল তাদের পারিবারিক কাঁচা টয়লেটে যান। এসময় টয়লেটের হাউজে রাসেলের স্মার্ট ফোনটি পড়ে যায়। পরে প্যান সরিয়ে হাউজ থেকে মোবাইলটি উদ্ধার করতে গিয়ে হাউজের মধ্য পড়ে যায় সে। পরে ছেলেকে উদ্ধার করতে গিয়ে ফিরোজা বেগমও হাউজের মধ্যে পড়ে যান। এতে মা ও ছেলে দুইজনেরই মৃত্যু হয়। পরে স্থানীয় বাড়ির লোকজন টের পেয়ে হাউজ থেকে তাদের উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।