বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস পজিটিভ আসার পর বৃহস্পতিবার সকালে ভর্তি হলেন হাসপাতালে আর রাতেই তিনি মারা গেলেন ফতুল্লার এক আওয়ামী লীগ নেতা।
জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লায় গিয়াস উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সিদ্ধিরগঞ্জে অবস্থিত সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টায় তিনি মারা গেছেন।
গিয়াস উদ্দিন ফতুল্লার কুতুবআইল এলাকার মৃত.কালু ড্রাইভারের ছেলে এবং সদ্য বিলুপ্ত ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক জানান, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর গিয়াস উদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে সাজেদা হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। রাতে তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে গিয়াস উদ্দিন হার্ট এ্যাটাকও করেছিলেন। এছাড়া আগে থেকেই গিয়াস উদ্দিন শ্বাস কষ্টের রোগে ভুগছিলেন।
তিনি আরো জানান, স্থানীয়ভাবে গিয়াস উদ্দিনের লাশ দাফন করা হবে। হাসপাতাল থেকে তার পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।