Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় ভাইয়ের স্ত্রীর আঘাতে ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ২:০৯ পিএম

ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সাড়ে এগারোটার সময় মৃত্যু বরন করেছেন শান্তা রানী মন্ডল , স্বামী ঃ অনন্ত কুমার মন্ডল ।
শান্তা রানীর পারিবারিক সূত্রে জানা যায়, বড় ভাশুর রঙ্গেশর মন্ডলের স্ত্রী শিউলি রানী মন্ডল ও পুত্র অমিত মন্ডল পারিবারিক তুচ্ছ ঘটনায় ২৩ শে এপ্রিল কথা কাটাকাটি হয় শান্তা মন্ডলের সাথে । শিউলি রানী মন্ডল ও পুত্র অমিত মন্ডল এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করে । গুরুতর আহত অবস্থায় প্রথমে ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতাল ও পরে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকাল সাড়ে এগারোটার সময় মৃত্যু বরন করে।
ফরিদপুর জেনারেল হাসপাতাল সুত্রে জানা যায় , মৃত শান্তা রানী মন্ডলের বাড়ি গোপালপুর জেলার মোকসেদপুর উপজেলার নারায়নপুর গ্রামে , শান্তার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ