বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আমপানের প্রভাবে উপকুলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে অনেক মানুষকে। বরগুনায় আশ্রয়কেন্দ্রে নেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সুপার সাইক্লোন আমপান প্রভাবে মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে উপকূলীয় জেলা বরগুনায় শুরু হয় থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আসার পথে শহীদুল ইসলাম (৬৪) নামের একজন হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ইউপি চেয়ারম্যান সেলিম শাহনেওয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদুল ইসলাম দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন। রাতে আশ্রয়কেন্দ্রে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, সাংবাদিকদের মাধ্যমে মৃত্যুর বিষয়টি জেনে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে সকল সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।