Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের প্রবীণ রাজনীতিক এড. জহিরুল ইসলামের ইন্তেকাল

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৮:৪৩ পিএম

কক্সবাজারের বরেণ্য রাজনীতিবিদ, খ্যাতিমান আইনজীবী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহযোদ্ধা এডভোকেট জহিরুল ইসলাম (৮৫) ইন্তেকাল করেছেন। তিনি গতকাল বেলা আড়াইটায় চট্টগ্রামে বড় ছেলে ব্যাংকার জাহেদুল ইসলামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এড. জহিরুল ইসলাম ছিলেন একাধারে সাবেক সংসদ সদস্য, সাবেক গভর্নর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর।

এছারাও তিনি ছিলেন কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক কক্সবাজার মহুকুমা গভর্নর এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলামের পিতা।
এদিকে এডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুর খবরে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনীতিবিদ

১৭ ফেব্রুয়ারি, ২০২০
১১ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ