Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতিবিদরা সৎ হলে দুর্নীতি কমে যাবে -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্ট | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ২:০১ পিএম

রাজনীতিবিদরা সৎ হলে দেশে দুর্নীতি কমে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শনিবার সকালে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি উপলক্ষে বিএমএ মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘আলোকের ঝরনা ধারা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদরা দুর্নীতি না করলে দেশ থেকে দুর্নীতি অনেকটাই কমে যাবে। বঙ্গবন্ধুর নাম নিয়ে যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সংখ্যাতত্ত্বের দিকে যাচ্ছে। বিএনপিতে ভবিষ্যতবাণী করার লোক বেশি। ৩০ সিট আওয়ামী লীগ নয় বিএনপি পাবে।
তিনি বলেন, সততাই আওয়ামী লীগের বড় সম্পদ। শেখ হাসিনার সততা যোগ্যতার বিষয়ে দেশের মানুষ আস্থাশীল যার ওপর ভিত্তি করে আওয়ামী লীগ আগামী নির্বাচনের অন্যদের পরাজিত করবে।
নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটির মতোই রংপুর সিটির নির্বাচনও সুষ্ঠু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনীতিবিদরা সৎ হলে দুর্নীতি কমে যাবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ