Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘দানবীর যাদু মিয়া’

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মশিউর রহমান জাদু মিয়া, তরুন রাজনীতিবিদ। খুব অল্প বয়সে এগিয়ে গেছেন অনেক দূর। তার রাজনীতির দূরদর্শিতা অনেক প্রখর বলে মনে করেন অভিজ্ঞজন। জাদু মিয়ার আচার ব্যবহারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোট বড় সকলের কাছেই এই নামটি অতি প্রিয়। ফরিদপুর সদরের কানাইপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে জাদু মিয়া। মান্নান মিয়া ছিলেন আটরশি হুজুরের অন্যতম সেবক ও খাদেম। হুজুরের প্রিয়লোক বলতে সকলেই জানেন আব্দুল মান্নান মিয়ার নাম। তারই সুযোগ্য সন্তান মশিউর রহমান জাদু মিয়া। তিনি দায়িত্ব পেয়েছেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতির পদ। আটরশি হুজুরের দ্বিতীয় সন্তান মোস্তফা আমীর ফয়সালের অতিপ্রিয় জাদু মিয়া। গতকাল স্থানীয় সুবিধাভোগীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জাদু মিয়া। মতবিনিময় সভায় বক্তারা উল্লিখিত মন্তব্য করেন।
বক্তরা আরো বলেন, জাদু মিয়া ফরিদপুরে একজন সফল রাজনীতিবিদ, সমাজ সেবক ও দানবীর। গ্রামে গঞ্জে অনেক ব্যক্তিরাই শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অর্থনৈতিক সাহায্য পায় জাদু মিয়ার কাছ থেকে। মতবিনিময় সভায় সুবিধাভোগীরা ছাড়াও ফদিরপুরের জাকের পাটির বিভিন্ন শাখার নেতা-কর্মীরাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনীতিবিদ

১৭ ফেব্রুয়ারি, ২০২০
১১ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ