Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্লোভ রাজনীতিবিদ ছিলেন সৈয়দ আশরাফ

স্মরণসভায় বক্তারা

স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে। গতকাল বুটেক্স অডিটোরিয়ামে যৌথভাবে স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, আইটিইটি, বিবিটিইএ এবং টিইডি-আইইবি। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্উদ আহ্মদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ত¡ করেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম। বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মত নির্লোভ রাজনীতিবীদ বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন। একজন আদর্শবান রাজনীতিবীদ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আজীবন স্মরনীয় হয়ে থাকবেন সৈয়দ আশরাফ বলে মন্তব্য করেন প্রধান অতিথি প্রফেসর ইঞ্জিনিয়ার মাসউদ আহমদ। মোজাফ্ফর হোসেন বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। ভবিষ্যত রাজনীতিবীদদের তার আদর্শে জীবন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনীতিবিদ ছিলেন সৈয়দ আশরাফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ