Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরেকটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা তুর্কি রাজনীতিবিদের

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের রাজনীতিবিদ সামিল তাইয়্যার রাশিয়ার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা ব্যক্ত করেছেন। ইউরোলিগের বাস্কেটবল খেলায় রাশিয়ার সিএসকেএ দল তুর্কি ফেনাবাসে দলকে পরাজিত করার পর টুইটার বার্তায় এ ইচ্ছার কথা ব্যক্ত করেন তুর্কি সংসদের সদস্য তাইয়্যার। তুর্কি-সিরিয়া সীমান্তে গত নভেম্বরে ২৪ তারিখে রুশ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। সিরিয়ার আকাশসীমায় থাকার সময়ে এ বিমানকে ভূপাতিত করে তুরস্ক। বিমানের দুই চালক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হলেও নিচে থেকে ছোঁড়া গুলিতে পাইলট নিহত হন। অবশ্য কো-পাইলট শেষপর্যন্ত প্রাণে রক্ষা পেয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র তুরস্কের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে রাশিয়া। এ জাতীয় পদক্ষেপগুলোর অন্যতম হলো তুর্কি কর্মী নিয়োগ এবং তুরস্ক থেকে খাদ্য আমদানির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ। রেডিও তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরেকটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা তুর্কি রাজনীতিবিদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ