মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুবাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় জনসাধারণের ওপর আরোপ করা কিছু বিধি নিষেধ শিথিল করেছে সংযুক্ত আরব আমিরাত।খবর আল- আরাবিয়াহ
মঙ্গলবার থেকে দেশটিতে নতুন আইনের আওতায় জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে পার্ক, বিনোদন কেন্দ্র ও বিভিন্ন পাবলিক প্লেস।
এর আগে এপ্রিলের শুরুতে শুরু হওয়া পবিত্র রমজান মাস উপলক্ষে লকডাউনের কিছু কিছু বিধি নিষেধ শিথিল করা হয়েছিল।
সমুদ্র তীরে থাকা হোটেলগুলোতে বিধি নিষেধ তুলে নেয়া হয়েছে। সেখানে পুনরায় বিচে আসা অতিথিরা হোটেলগুলোতে অবস্থান করতে পারবেন। তবে বার ও পর্যটকদের আকর্ষণ বন্ধ রাখা হয়েছে এবং সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি চালু রয়েছে।
পুনরায় এসব পার্ক চালু করাতে বাসিন্দারা দিনের বেলায় বেশি সময় শরীর চর্চা (ব্যায়াম) করতে পারবেন। এ ছাড়া খোলা জায়গায় খেলাধুলা করার অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি রাত্র ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চালু রাখা হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ রয়েছে। এর মধ্যে খেলার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।