Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে ক্যামিকেল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির অপরাধে ৫ ফ্যাক্টরি মালিককে আর্থিক জরিমানা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৯:৩৯ পিএম

টাঙ্গাইলে বিষাক্ত ক্যামিকেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির অপরাধে ৫ ফ্যাক্টরি মালিককে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার বিকেলে সদর উপজেলার তারটিয়া বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহা. শাহনুর জামান।
টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কোমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, বিসিক শিল্প নগরী এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিষাক্ত ক্যামিকেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি করে আসছিলো এমন তথ্যে ভিত্তিতে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ ফ্যাক্টরী মালিক সৈয়দ নাজমুল আলমকে ৫০ হাজার, মোস্তাফিজুর রহমানকে ৮০ হাজার, মোঃ আতাউর রহমান খাঁনকে ১০ হাজার, জুন্নুনকে ১০ হাজার, আব্দুল মালেককে ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, আগামীতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ