Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাইয়ে খুলে দেয়া হলো পাবলিক পার্ক, হোটেল ও সমুদ্র সৈকত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৬:১৫ পিএম

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পাবলিক পার্কগুলো মঙ্গলবার থেকে কার্যকর নতুন নিয়ম অনুযায়ী পুনরায় খুলে দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে তুলে নেওয়া হচ্ছে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে বিভিন্ন সেক্টরে আরোপিত নিষেধাজ্ঞাগুলো। -আল আরাবিয়া, আরব নিউজ, জাকার্তা পোস্ট
পবিত্র রমজান মাস উপলক্ষে মাসটির শুরুতে লকডাউন শিথিণ করেছিলো দুবাই। এরপর হোটেল চালু ও সমুদ্র সৈকত খুলে দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে। তবে বার এবং পর্যটকদের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। শহরজুড়ে মেনে চলা হচ্ছে সামাজিক দূরত্ব।

দুবাইয়ের পার্কগুলো খুলে দেওয়ায় খালি জায়গাগুলোতে খেলাধুলা করাসহ বাসিন্দারা দিনের বেলায় আরও বেশি সময় এক্সারসাইজ করতে পারবে। তবে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে এবং পাঁচজনের বেশি মানুষ একসঙ্গে জড়ো হওয়া যাবে না।
দুবাই কর্তৃপক্ষ ভাইরাসটির বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিও জোর দিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ