বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকা নটরডেম কলেজের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আসার পথে মারা যান তিনি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: সুজাউদ্দুল্লাহ রুবেল জানান, গুরুতর নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভোগা অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে নিখিলেশ ঘোষকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
‘তার অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি,’ যোগ করেন তিনি।
ঢামেকে নেয়ার পথে সোনারগাঁওয়ের কাছে ওই শিক্ষক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তিনি জানান।
নটরডেম কলেজের অধ্যক্ষ, হেমন্ত পিয়াস রোজারিও সিএসসি শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।তিনি নিখিলেশ ঘাষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
সূত্র : ইউএনবি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।