প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের প্রখ্যাত সংগীতশিল্পী সুবীর নন্দী মারা যাওয়ার এক বছর পূর্ণ হলো আজ। চিকিৎসাধীন অবস্থায় ৭ মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
পরেরদিন ৮ মে ঢাকায় আসে তাঁর মরদেহ। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় শিল্পীর।
গত বছর ১৪ এপ্রিল গুরুতর অবস্থায় ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় তাঁকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর সহায়তায় উন্নত চিকিৎসার জন্য ৩০ এপ্রিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সংগীতশিল্পী।
চলচ্চিত্রের প্লেব্যাক করে পাঁঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৯ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
সুবীর নন্দীর গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে, ‘দিন যায় কথা থাকে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’, একটা ছিল সোনার কইন্যা’, ‘ও আমার উড়াল পঙ্খীরে’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।