Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যকর্মীদের জন্য অর্থ সংগ্রহে ম্যারাথনে স্টোকস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস বেশ জেঁকে বসেছে বৃটেন জুড়ে। ইতোমধ্যেই প্রায় ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আর এই ভাইরাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে সুস্থ করে তুলতে লড়েছে স্বাস্থ্যকর্মীরা। তাই তো তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন ইংলশদের বিশ্বকাপ জেতানো বেন স্টোকস। গতপরশু ১ ঘণ্টা ৩৯ মিনিট দৌড়েছেন তিনি। এখান থেকে সংগ্রহ করা অর্থের পুরোটাই প্রদান করবেন ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস)।
ইংলিশ এই তারকা ক্রিকেটার নিজের বাড়ির পাশ থেকে উত্তর-পূর্ব দিকে ১ ঘণ্টা ৩৯ মিনিট দৌড়ান স্টোকস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দৌড়ানোর ভিডিও পোস্টও করেছেন তিনি। তিনজন রুকি ক্রিকেটার এই দারুণ বুদ্ধি নিয়ে এসেছেন। স্বাস্থ্যকর্মীদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য ন্যাশনাল হেলথ সার্ভিস এবং সেই সঙ্গে ন্যাশনাল চিল্ড্রেন্স ক্রিকেট চ্যারিটি ‘চান্স টু শাইন’ সকলকে ম্যারাথনে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন বেন স্টোকস। আর সেই সঙ্গে সকল সমর্থককেও এখানে দান করার জন্য অনুরোধ করেছেন, ‘এটা আসলে অনেক কঠিন ছিল। আপনারা সবাই দয়া করা দান করুন। যে যেভাবে পারেন সাহায্য করুন। এটা সকলের ভালোর জন্য।’
চান্স টু শাইন’র প্রধান নির্বাহী লউরা কর্ডিংলে বলেন, ‘যারা এই ম্যারাথনের বুদ্ধি নিয়ে এসেছে তাদের বিষয়টি দেখে এগিয়ে আসাটা স্টোকসের মহানুভবতা। এটা আসলেই দারুণ। আমি জানি সে ইচ্ছা করলে নিজেই অনেক অর্থ সংগ্রহ করতে পারতো নিজের নাম ব্যবহার করে। কিন্তু এই সংস্থার পাশে এসে দাঁড়ানোর বিষয়টা সত্যিই দুর্দান্ত এবং খুবই মহানুভবতা।’
ইংল্যান্ডে করোনাভাইরাসের কারণে আগামি ১ জুলাই পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টোকস

২৯ এপ্রিল, ২০২২
১১ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ