Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার কোন ইচ্ছা নেই বেন স্টোকসের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ৩:৩৮ পিএম

চলমান অ্যাশেজ সিরিজে যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে ইংল্যান্ডের। ইতোমধ্যে সিরিজের প্রথম তিনটি ম্যাচ হেরে অ্যাশেজ হাতছাড়া হয়ে গেছে ইংলিশদের৷ আর দলের এমন নাজুক অবস্থার কারণে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও কোচ ক্রিস সিলভারউড আছেন চাপে। সিলভারউডকে কোচের পদ থেকে সরিয়ে দেয়া ও রুটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার দাবি উঠেছে। রুটের জায়গায় বেন স্টোকসকে দায়িত্ব দেয়ার কথা বলছেন সাবেকরা৷

তবে সহ-অধিনাঢক বেন স্টোকস সরাসরি জানিয়ে দিয়েছেন তার অধিনায়ক হওয়ার কোন ইচ্ছা নেই। এমনকি নিজের অধিনায়ককেও সমর্থন জানিয়েছেন তিনি৷ আজ সাংবাদিকদের এ ব্যপারে স্টোকস বলেন, ‘আমার অধিনায়ক হওয়ার কোন ইচ্ছা ছিল না কখনো। অধিনায়কত্ব দল সাজানো, মাঠের দল সাজানো বা সিদ্ধান্ত নেয়ার চেয়েও বেশি কিছু।’

’একজন অধিনায়ক হলো যাকে আপনি চান যে মাঠে যাক আর নিজের খেলাটা খেলৃুক। আমিও চাই রুট এমনটি করুক।’

এদিকে সিডনিতে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জে রুট৷ এ ম্যাচটির মাধ্যমে ইংল্যান্ডকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়বেন তিনি। বর্তমানে স্যার অ্যালেস্টার কুকের সমান ৫৯টি ম্যাচে ইংলিশদের অধিনায়কত্ব করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেন স্টোকসের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ