Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেজাজ বিগড়ে উদ্ধত্য বাটলার স্টোকস

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দ্বিতীয় স্পেলের প্রথম বলে জস বাটলারের বিপক্ষে এলবিডাবøুর আপীল করে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাড়া পাননি তাসকিন। এমন আপীলে আঙুল না তোলার তো কোন কারণই নেই? এ প্রশ্ন থেকে রিভিউ আপীল মাশরাফিরÑরিপ্লে দেখে দ.আফ্রিকান টিভি আম্পায়ার এরাসমাসের সিদ্ধান্ত আপীলের পক্ষে! ভয়ংকর হয়ে ওঠা বাটলারকে ফিরিয়ে দেয়ার উৎসবটা হলো বন্য। বাংলাদেশ ফিল্ডারদের এমন উৎসব মনঃপুত না হওয়ায় বাটলার তেড়ে আসলেন, মাহামুদুল্লাহ’র সঙ্গে হলো কথা কাটাকাটি! মাশরাফি এসে পরিস্থিতি নিবৃত্ত করার পরও থামেনি ইংল্যান্ড অধিনায়কের সেই মেজাজ। ম্যাচ শেষে বেন স্টোকসকে তামীম হাত বাড়াতেই হলো তা প্রত্যাখ্যাত! তামীমকে উদ্দেশ্য করে কিছু একটা বললেন স্টোকস। তবে অঙ্গভঙ্গিটা যে ক্রিকেটীয় ভদ্রতার পর্যায়ে পড়ে না, দূর থেকে দেখা গেল তা। সাকিব এসে সে যাত্রায় নিবৃত্ত করলেন তামীমকে। ম্যাচ শেষে এই প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়াই সংবাদ সম্মেলনে এলো উঠে। হাসতে হাসতে বললেন বাটলারÑ‘ম্যাশ (মাশরাফি) ঘটনার পর পরই তা মিটিয়ে ফেলেছে। তবে এ ধরনের উৎসব আমার মোটেও পছন্দ নয়। বাংলাদেশ ক্রিকেটে জনপ্রিয় দেশ। তাদেরকে আরো ধৈর্য ধরা উচিৎ।’ ঘটনার সময়ে মাশরাফির চোখ ছিল বড় পর্দায়, তা বলেছেন মাশরাফিÑ‘বাটলারের সঙ্গে কি হয়েছিল তা আমি নিজেও সত্যি কথা জানি না। আমি ওখানে ছিলামও না। রিভিউটা যখন নেই তখন আমার পূর্ণ চিন্তা ওখানে ছিল। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম যে রিভিউটা আমাদের পক্ষে আসছে। এরপর কি হয়েছে সেটা আমি জানি না। অনেক সময় হিট অব দ্য মোমেন্ট অনেক কিছু হয়ে যায়।এটা আমাদের দ্ইু দলেরই নিয়ন্ত্রন করা উচিত ছিল।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেজাজ বিগড়ে উদ্ধত্য বাটলার স্টোকস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ