Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশখালীতে সন্ত্রাসীদের হাতে আহত কলেজ ছাত্রের মৃত্যু

কক্সবাজার থেকে মহেশখালী সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৯:২৪ এএম

মহেশখালীতে সন্ত্রাসীদের হাতে আহত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ৫ মে দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কলেজ ছাত্রের মৃত্যু হয়। আহত কলেজ ছাত্রের নাম মেহেদী হাসান মিরাজ। 

সে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট নয়াপাড়া গ্রামের আবদু শুক্কুরের পুত্র। নিহত মেহেদী পটিয়া সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ২ মে শাপলাপুর জেএম ঘাট নয়াপাড়া গ্রামের বজল আহমদের পুত্র শাহেদ ও মোঃ বাদশার পুত্র সরওয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী কলেজ ছাত্র মেহেদীর উপর হামলা চালায়। এতে মেহেদী গুরুত্বর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

এছাড়াও হত্যাকারীদের গ্রেপ্তার ও মেহেদী হত্যার বিচার চেয়ে মহেশখালীর ছাত্রদের একটি সংগঠন। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ