Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় সোনালী ব্যাংকের ভল্টের চাবি ও টাকা ছিনতাই, আহত ২

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৫:৪০ পিএম

বগুড়ায় সোনালী ব্যাংকের ভল্টের চাবি ও টাকা ছিনতাই হয়েছে। বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর থানার জোড়া এলাকায় এঘটনা ঘটে। ঘটনার পর নন্দীগ্রাম সোনালী ব্যাংকে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত মতিউর রহমান (৫০) সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার এবং অপর আহত আতাউর রহমান (৪৫) একই শাখার সিনিয়র অফিসার।
পুলিশ সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার মতিউর রহমান ও সিনিয়র অফিসার আতাউর রহমান বগুড়া শহর থেকে মটর সাইকেল যোগে তাদের কর্মস্থল নন্দীগ্রাম যাচ্ছিলেন। যাওয়ার পথে সকাল ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে জোড়া নামক স্থানে দুর্বৃত্তরা পথরোধ করে তাদেরকে উপুর্যপরি ছুরিকাঘাত করেভ এসময় তাদের কাছ থেকে ভল্টের চাবি, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জানান, ছুরিকাহত দু’জন ব্যাংক কর্মকর্তার অবস্থা উন্নতির দিকে। ঘটনার পর পরই দুর্বৃত্তদের ধরতে পুলিশী অভিযান শুরু করেছে।
এ দিকে ব্যাংকের ভল্টের চাবি খোয়া যাওয়ার খবর পেয়ে সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখায় পুলিশ মোতায়েন করা হয়। ব্যাংকে যাতায়াতকারী লোকজনকে নজরদারিতে রাখা হয়েছে।
শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন ম্যানেজার মতিউর রহমান জানান, দুর্বৃত্তরা আকস্মিক তাদের পথরোধ করে দুইজনের কাছ থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা, ভল্টের চাবিসহ ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ