বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে বৃদ্ধ ক্ষুদ্র ব্যবসায়ীকে মারপিট করে নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার দোকানের প্রায় ২ হাজার টাকার মালামালসহ ব্যগ ছিনিয়ে নিয়ে যায় তারা। শনিবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি সিনেমা হল মোড়ে এ ঘটনা ঘটে। মারপিটে আহত বৃদ্ধের নাম আজিজুল হক ঝন্টু (৬০)। তার বাড়ি ঠাকুরমারা এলাকায়। লিলি সিনেমা হল মোড়ে তার পান সিগারেটের দোকান রয়েছে।
জানা গেছে, আজিজুল হক ঝন্টু দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ৪/৫ জন যুবক সিগারেট নেয়ার নাম করে তার কাছে গিয়ে ইটদিয়ে মাথায় আঘাত করে। এ পর টাকা ও মালামালের ব্যগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। ওই ব্যাগে প্রায় ১০ হাজার টাকা ও দুই হাজার টাকার সিগারেটসহ অন্যান্য মালামাল ছিল।
কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জানান, ছিনতাইয়ে জড়িত একজনকে চিনতে পেরেছে ওই ব্যবসায়ী। থানায় ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তার বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে। ছিনতাইকারিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।