মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে লকডাউনে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য নজির গড়েছেন এক দল মুসলিম যুবক। লকডাউনের কারণে পরিবারের কেউ আসতে না পারায় এক পুরোহিতের লাশ কাঁধে করে নিয়ে গেলেন তারা। ঘটনাটি ঘটেছে ভারতের মিরাঠের মুসলিম অধ্যুষিত শাহপীর গেট নামক এলাকায়। শাহপীর গেটে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন পুরোহিত রমেশ মাথুর (৬৮)। মঙ্গলবার হঠাৎ করেই মারা যান তিনি। কিন্তু ওই সময় বড় ছেলে ও স্বজনরা দিল্লিতে অবস্থান করছিলেন। লকডাউনের কারণে কেউ মিরাঠে আসতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন স্থানীয় মুসলিম যুবকরা। গাঁদা ফুলের মালায় জড়ানো পুরোহিতের লাশ কাঁধে তুলে নেন সাদা টুপি পরা সেসব যুবক। সোজা শ্মশানে নিয়ে মৃতের সৎকারে সাহায্য করেন তারা। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।