Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পুরোহিতের লাশ কাঁধে শ্মশানে মুসলিমরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১২:০৫ এএম

ভারতে লকডাউনে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য নজির গড়েছেন এক দল মুসলিম যুবক। লকডাউনের কারণে পরিবারের কেউ আসতে না পারায় এক পুরোহিতের লাশ কাঁধে করে নিয়ে গেলেন তারা। ঘটনাটি ঘটেছে ভারতের মিরাঠের মুসলিম অধ্যুষিত শাহপীর গেট নামক এলাকায়। শাহপীর গেটে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন পুরোহিত রমেশ মাথুর (৬৮)। মঙ্গলবার হঠাৎ করেই মারা যান তিনি। কিন্তু ওই সময় বড় ছেলে ও স্বজনরা দিল্লিতে অবস্থান করছিলেন। লকডাউনের কারণে কেউ মিরাঠে আসতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন স্থানীয় মুসলিম যুবকরা। গাঁদা ফুলের মালায় জড়ানো পুরোহিতের লাশ কাঁধে তুলে নেন সাদা টুপি পরা সেসব যুবক। সোজা শ্মশানে নিয়ে মৃতের সৎকারে সাহায্য করেন তারা। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ