মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামি প্রজাতন্ত্র ইরান জানিয়েছে, বুশেহর পরমাণু স্থাপনা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে রাশিয়ার ইঞ্জিনিয়ারদের ওপর নির্ভরতা বন্ধ করবে তেহরান। সম্ভবত ২০২২ সালের মধ্যে এই নির্ভরতা বন্ধ করা হবে।
ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি আজ (শুক্রবার) এ কথা জানান। তিনি বলেন, বুশেহর পরমাণু স্থাপনা রক্ষণাবেক্ষণের বেশিরভাগ কাজ এখন ইরানের বিশেষজ্ঞরাই করছেন। তিনি বলেন, “আগামী দুই বছরের মধ্যে এক্ষেত্রে আমরা রাশিয়ার বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা বাদ দিতে পারি।”
বেহরুজ কামালভান্দি আরো জানান, গত দুই সপ্তাহে রাশিয়ার সহায়তায় দুটি কার্গো বিমানে করে পরমাণু জ্বালানি আমদানি করা হয়েছে। ৪.৫ মাত্রায় সমৃদ্ধ ৩৮ টন ইউরেনিয়াম আমদানি করা হয়েছে যা এক কোটি ২০ লাখ ব্যারেল তেলের সমান বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এই পরমাণু জ্বালানি আগামী এক বছর এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট।
২০১১ সালে বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু হয় এবং পরের বছরের মধ্যেই কেন্দ্রটি তার পরিপূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছায়। বুশেহর পরমাণু স্থাপনা থেকে প্রতিদিন ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।