Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেলের বোতলে ওজন কম দুই ব্যবসায়ী জরিমানা গুনলেন ৭০হাজার টাকা

বান্দরবানে ৯শ ৫৯লিটার তেল জব্দ

বান্দরবান সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৬:০৪ পিএম

তেলের বোতলে ওজনের পরিমাণ কম পাওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোটা অংকের জরিমানা করেছে বান্দরবানে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুরে পৌরশহরের বালাঘাটা বাজার ও বান্দরবান বাজারের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের একটি টিম।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.হাবিবুল হাসান। এসময় আদালত মিনার সয়াবিন ও এস.আমানত নামের ২টি সয়াবিন তেল এর বোতলে তেলের পরিমাণ কম পাওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও
প্রায় ৯শত ৫৯লিটার তেল জব্দ করা হয়।

অন্যদিকে একই ঘটনায় জড়িত থাকার অপরাধে রুমা উপজেলায় এক বিক্রয়কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এব্যাপারে সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মো.হাবিবুল হাসান জানান, করোনা ভাইরাসের কারনে দেশের এই সংকটাপন্ন অবস্থায় কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের পরিমাণে তেল কম দেয়ার অভিযোগে আমরা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি এবং অভিযানে ঘটনার সাথে জড়িতদের কাছ থেকে জরিমানা আদায় করেছি। তিনি আরো জানান,আগামীতেও কেউ এই মহাসংকটে এই ধরণের কারচুপি করলে তাদের বিরুদ্ধে ও কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ