Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দোকান কর্মচারী মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৯:৩৭ পিএম

নগরীর টেরিবাজারে পুলিশ হেফাজতে এক দোকান কর্মচারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত গৃরিধারী চৌধুরী (৬০) টেরিবাজারের প্রার্থনা বস্ত্রালয়ের কর্মচারী। তার বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও। 

তার সহকর্মীদের অভিযোগ পুলিশ তাকে ধরে নিয়ে মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ইফতারের আগে লকড্উান ভেঙ্গে দোকান খুলে চার বস্তা কাপড় রিকশায় তোলার সময় আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।

তাদের অভিযোগ তিনি আগেও মালিকের অগোচরে দোকান থেকে কাপড় সরিয়েছেন। পুলিশ কাপড়সহ তাকে পাশের ফাঁড়িতে নিয়ে আসে। পুলিশ তার মালিককে আসতে বলে।

এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। ওসি বলেন, তিনি আগে থেকে হার্টের রোগী ছিলেন বলে শুনেছি। পুরো ঘটনার তদন্ত হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ