মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, পারস্য উপসাগর ইরানি জাতির নামে পরিচিত। মার্কিনীদের জেনে রাখা উচিত এই পানিপথের নাম পারস্য উপসাগর, নিউইয়র্ক কিংবা ওয়াশিংটন উপসাগর নয়।
পারস্য উপসাগর জাতীয় দিবস উপলক্ষে আজ প্রেসিডেন্ট হাসান রুহানি ওই মন্তব্য করেন। ১৬২২ খ্রিষ্টাব্দের ২৯ এপ্রিলে পর্তুগিজ উপনিবেশবাদীদেরকে ইরানের দক্ষিণাঞ্চলীয় পানিসীমা থেকে বিতাড়িত করা হয়েছিল। ঐতিহাসিক ওই দিনটিকে ইরান পারস্য উপসাগর জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে।
মন্ত্রী পরিষদের বৈঠকে আজ প্রেসিডেন্ট রুহানি এই দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেন: আমেরিকার উচিত পারস্য উপসাগরের নাম এবং হাজার হাজার বছর ধরে এই উপসাগরের রক্ষণাবেক্ষণকারী ইরানের নামটি উপলব্ধি করা। সেইসঙ্গে ইরান বিরোধী নিয়মিত ষড়যন্ত্রও বন্ধ করা উচিত। রুহানি বলেন: ইরান সবসময়ই সাফল্যের সঙ্গে পারস্য উপসাগরের জলপথের নিরাপত্তা দিয়ে এসেছে। ইরানের সশস্ত্র বাহিনী যথারীতি পারস্য উপসাগরের নিরাপত্তার দায়িত্ব পালন করে এসেছে এবং করে যাবে বলেও প্রেসিডেন্ট রুহানি মন্তব্য করেন।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।