Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

 

স্ত্রী হত্যার দায়ে
ইনকিলাব ডেস্ক : নিখোঁজ স্ত্রীকে হত্যার অভিযোগে নরওয়ের একজন ধনকুবেরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার টম হ্যাগেন নামক ওই ব্যবসায়ীকে কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে তার স্ত্রী ৬৯ বছর বয়সী অ্যানে-এলিজাবেথ নিখোঁজ হন। প্রথম অবস্থায় এটিকে অপহরণ ধারণা করা হলেও এখন হত্যাকারী সন্দেহে স্বামীকে গ্রেফতার করা হলো। দ্যা গার্ডিয়ান।


অমানবিক পরিস্থিতি
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার পরিষদ সম্প্রতি এক প্রতিবেদনে আমেরিকার একটি বন্দিশিবিরে ঠাসাঠাসি করে ১,৫০০ অভিবাসীকে আটকে রাখার কথা জানিয়েছে। এসব মানুষকে এমন সময় গাদাগাদি করে রাখা হয়েছে যখন করোনাভাইরাসের প্রকোপের কারণে আমেরিকার সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলা হচ্ছে। পার্সটুডে।


পুতিনের স্বীকারেক্তি
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেছেন, করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসাকর্মীদের জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) ঘাটতি রয়েছে। তিনি বলেছেন, উৎপাদন ও আমদানি বৃদ্ধির পরও এই ঘাটতি দেখা গিয়েছে। ১১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। বিবিসি।


এখনও রহস্যাবৃত
ইনকিলাব ডেস্ক : মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের উৎস এখনও রহস্যাবৃত বলে মন্তব্য করেছেন চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজির (ডব্লিউআইভি) অধ্যাপক ইউয়ান জিমিং। চীনের এ পরীক্ষাগারেই ভাইরাসটি বানানো হয়েছিল, ‘ষড়যন্ত্র তত্ত্বের’ প্রচারকদের এমন দাবিও তিনি উড়িয়ে দিয়েছেন। রয়টার্স।


হাফতারের ঘোষণা
ইনকিলাব ডেস্ক : লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার ২০১৫ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়া চুক্তি বাতিল করে দেশে নতুন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। সোমবার টেলিভিশনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, লিবিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে তিনি দেশে নতুন সরকার গঠন করবেন। ওয়েবসাইট।


মাস্ক না পরেই

ইনকিলাব ডেস্ক : মাস্ক না পরেই যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মায়ো ক্লিনিক পরিদর্শনে যান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মাস্ক পরার বিষয়ে জানতে চাইলে পেন্স বলেন, আমার সঙ্গে যারা ছিল তারা কেউই করোনায় আক্রান্ত নন। তাই মাস্ক পরা হয়নি। যদিও অন্যান্যরা মাস্ক পরেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন