Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে মহানগর বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম

রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিনা কারণে আওয়ামী প্রশাসন দ্বারা রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বাসায় রাতের অন্ধকারে হয়রানী ও মিথ্যা মামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে আওয়ামী প্রশাসনের এহেন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও রাজশাহী মহানগর যুবদলের আহŸায়ক মাহফুজুর রহমান রিটনের বিরুদ্ধে নতুন করে মামলা প্রত্যাহারের দাবী জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। উপস্থিত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন পোর্টাল মিডিয়ার সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। এই দলের সকল কর্মীবৃন্দ গণতন্ত্রে বিশ্বাস করেন। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা কায়েম করেছিলেন।
তিনি উল্লেখ করেন বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে চলতি মাসের ২৯ তারিখ রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভা হবে। ঐ জনসভায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। বিএনপি উদারগণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগের এই জনসভাকে স্বাগত জানান। তিনি বলেন, এই জনসভাকে কেন্দ্র করে সরকারের আইনশৃংখলা বাহিনী অত্যন্ত অন্যায় ও নির্লজ্জভাবে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে রাতের অন্ধকারে যেয়ে হয়রানী ও ভয়ভীতি প্রদর্শন করছেন। সেইসাথে নেতাকর্মীদের নামে মিথ্যা ও প্রহসনমূলক মামলা করছে। যা মানবাধিকার লংঘনের সামিল।

তিনি বলেন, মহানগর যুবদলের আহŸায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন ও সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ অন্যান্য নেতার বাড়িতে রাতের অন্ধকারে আওয়ামী প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা প্রবেশ করে হয়রানী করেছে। আগামীতেও হয়ত এই ধারা অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলন থেকে এই ধরনের কর্মকান্ডের জন্য আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেছিলেন। কিন্তু অনির্বাচিত নিশি রাতের সরকার গণতন্ত্রকে হত্যা করে অবৈধভাবে দেশ পরিচালনা করছে। এই সরকার বিভিন্ন ভাবে তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপন্যের মূল্য বৃদ্ধি করে লুটপাটের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে চরমভাবে অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে। এসবের প্রতিবাদে বিএনপি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে। এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন করবেন বলে ঘোষনা দিয়েছে। আর আন্দোলনে সকল বাধা উপেক্ষা করে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের ডাকা সকল সভা সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি দেখে এই ফ্যাসিস্ট সরকার ভীত হয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ