Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে অ্যালকোহলে নিহত ৭শ’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১২:০৬ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরানে বিষাক্ত মিথানল অ্যালকোহল খাওয়ার পরে ৭০০ জনেরও বেশি লোক মারা গেছে, তাদের ধারণা ছিল, এটি করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে। ইরানের জাতীয় করোনা প্রতিরোধ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২০ ফেব্রæয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত অ্যালকোহলের বিষক্রিয়ায় ৭২৮ জন ইরানির মৃত্যুর ঘটনা ঘটেছে। রিপোর্টে দেখা গেছে, গত বছর এই বিষক্রিয়ায় যেখানে মারা গিয়েছিল মাত্র ৬৬ জন। করোনা মহামারিতে এপ্রিলে প্রকাশিত ইরানের সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ বছর অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় মৃত্যু ১০ গুণ বেড়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, মিথেন অ্যালকোহল খেয়ে ৫ হাজার ১১ জন মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে ৯০ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার হোসেইন হাসানিয়া বলেন, দৃষ্টিশক্তি হারানো মানুষের সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা চিকিৎসায় জীবাণুনাশক ইনজেকশন দেয়ার পরামর্শ দিয়েছিলেন। তারপর থেকেই ডাক্তার ও সংশ্লিষ্ট ওষুধ সংস্থাগুলো বিøচের মতো জীবাণুনাশক ব্যবহারে সতর্কতামূলক প্রচার করছে। মিথানলের পানীয় মূলত গন্ধ ও স্বাদবিহীন। এটি সেবনে অঙ্গ দূর্বল ও মস্তিষ্কের ক্ষতি হয়। এর ফলে অন্ধত্ব, বুকে ব্যাথা, হাইপারভেন্টিলেশন, বমি বমি ভাবসহ কোমায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের সরকার মিথানল সেবন ঠেকাতে ওই পানীয়গুলোতে কৃত্রিম রং যুক্ত করার নির্দেশ দিয়েছেন। যাতে জনসাধারণ ইথানল থেকে আলাদা করে চিনতে পারে। ইথানল জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়। সূত্র : আলজাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ