Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কণ্ঠশিল্পী ঐশীর নতুন গান ‘যৌবন গেলো’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১:৩৩ পিএম

বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। গৃহবন্দি সংগীতপ্রেমীদের জন্য আধ্যাত্মিক গান নিয়ে হাজির হলেন তিনি। এটির শিরোনাম 'যৌবন গেলো'।

‘তিন কাল গিয়া এক কাল বাকী, আর চলবে না হায় চালাকি, সোনার বদন মাটি হইব,থাকব না রং বাহার, যৈবন গেলো - হাসিতে খেলিতে আমার’ এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীত আয়োজন করেছেন অণু মোস্তফা। ইতোমধ্যে জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশ পেয়েছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে ঐশী জানান, হাবিব মোস্তফা একজন তরুন গীতিকার ও সুরকার। সে কাজের প্রতি বেশ মনোযোগী। আশা করছি, আধ্যাত্মিক এ গানটি আমার শ্রোতারা সাদরে গ্রহ্ন করবেন।'

গানটির গীতিকার ও সুরকার হাবিব বলেন, 'যৌবন গেলো' শিরোনামের গানটি আধ্যাত্মিক ধাচের। গানটি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করাবে। ঐশী অনেক ভালো গাইতে পারে। তার দারাজ-রকিং কন্ঠ গানটির আবেদন বাড়িয়ে দিয়েছে।'


'যৌবন গেলো' গানের ভিডিও লিংক 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ