বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে রমজানে নিত্যপণ্যের দাম বেশি রাখার দায়ে ১৬ সবজি ও মুদি দোকানদারকে ৪৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইল শহরের বটতলা বাজারে ৮জনকে ১৮ হাজার ৫শ’ ও ছয়আনী বাজারে ৮টি দোকানে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও আতিকুল ইসলাম বলেন, ‘রমজানের শুরুতেই বাজারে নিত্যপণ্যের দাম বেশি রাখা হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় শসা এক কেজি ৫০ টাকা, পটল ৬০টাকা, ফুলকপি ৭০, বেগুন ৫০, পেঁয়াজ ৫৫ ও আলু ৩০ টাকা কেজি বিক্রি হয়। বাজার দরের চেয়ে নিত্যপণের দাম বেশি রাখার দায়ে ১৬জনকে ৪৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।’ এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।