Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় অধিক মূল্যে আদা বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৪:২৩ পিএম

খুলনায় অধিক মূল্যে আদা বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার নগরীর সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড পাইকারি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম।
সহকারী পরিচালক জানান, নগরীর সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড পাইকারি বাজার তদারকি করে দেখা যায় আদা ২৫০ টাকায় ক্রয় করে (ক্রয় রশিদ অনুযায়ী) ৩২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজিতেই লাভ করা হচ্ছে ৭০ টাকা।

এসময় অতিরিক্ত মূল্যে আদা বিক্রির অপরাধে আরমান বাণিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা, নাজনীন বাণিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা, আর আর ট্রেডার্সকে ১ হাজার টাকা ও মক্কা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, বাজার তদারকিকালে স্থানীয় সকল ব্যবসায়ীকে ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও অতিরিক্ত মুনাফা না করে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ জানানো হয়।
অভিযানে সংস্থার বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ