Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনার উপসর্গ নিয়ে বিকালে ভর্তি সন্ধ্যায় ব্যবসায়ীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ১১:৪০ এএম

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যবসায়ী। এরপর সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। তিনি মৌলভীবাজারে বড়লেখা উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, মৃত্যুর আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) পরীক্ষার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হবে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওই রোগীর করোনা উপসর্গ থাকলেও অন্যান্য রোগ ছিল। তার বিষয়টি পুরো কমপ্লিকেটেড। তারপরও করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ