Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষাধিক বন্দি মুক্তি পাচ্ছে ইরানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনাভাইরাসের বিস্তার রোধে ১ লাখের বেশি বন্দিকে অস্থায়ীভাবে মুক্তি দিচ্ছে ইরান। এসব বন্দির মধ্যে এক হাজারের বেশি বিদেশি বন্দিও রয়েছেন। দেশটির বিচার বিভাগের মুখপাত্র ঘোলামহোসেইন রাজধানী তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডল ইস্ট মনিটর। ইরানের বিচার বিভাগের ওই মুখপাত্র জানিয়েছেন, যেসব বিদেশি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে তারা ম‚লত ইরানবিরোধী দেশগুলোর রাজনৈতিক অ্যাক্টিভিস্ট। তিনি বলেন, ‘তারা যেসব অপরাধ করেছেন তার ধরন, সমাজের জন্য কতটা হুমকি হতে পারে এবং জামিন পাওয়ার যোগ্য কিনা তার ওপর ভিত্তি করেই তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে।’ মহামারি এই করোনার কালে ইরানে কারাগারে থাকা বিদেশি ও দ্বৈত নাগরিকদের মুক্তির আহবান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। তাদের সেই আহবানের কথা উল্লেখ করে ঘোলামহোসেইন বলেন, ‘আমরা কোনো বন্দির ক্ষেত্রে বৈষম্য করবো না, এমনকি তারা বিদেশি নাগরিক কিংবা দ্বৈত নাগরিক হোক না কেন।’ মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ