মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারির কারণে চাহিদা কমায় তীব্র চাপের মুখে পড়েছে বিশ্ব জ্বালানি তেলের বাজার। একই সময়ে, রাশিয়া এবং সউদী আরব প্রয়োজনের অতিরিক্ত তেল সরবরাহ করেছে। এই দুই কারণে, তেলের দাম এত কমে গেছে যে মার্কিন তেল সংস্থাগুলোর পক্ষে লাভ করা অসম্ভব হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম তেলের দাম শূণ্যেরও নিচে নেমে গেছে অর্থাৎ নেতিবাচক সূচকে চলে গেছে। তেলের দাম শূন্যের নিচে নেমে যাওয়ায় এখন যুক্তরাষ্ট্রের তেল বিক্রেতারা ক্রেতাকে তেলের পাশাপাশি ৩৮ ডলারও দিয়ে দিতে বাধ্য হবেন কারণ, তাদের তেলের ভান্ডার পূর্ণ হয়ে যাচ্ছে এবং আর কয়েকদিনের মধ্যে উৎপাদিত তেল রাখার আর কোনো জায়গা থাকবে না। আগের তুলনায় মানুষ ভ্রমন সীমিত করায় তেলের চাহিদা কমে গেছে এবং তেল মজুতকেন্দ্রগুলোও পরিপূর্ণ হয়ে আছে। সোমবার আমেরিকার বাজারে ওয়েস্ট টেক্সাস তেলের দাম ব্যারেল প্রতি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে অর্থাৎ মাইনাস ৩৭.৬৩ ডলারে নেমে
যায়। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।