মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার তেলের রাজস্ব রোধের লক্ষ্য সোমবার রাশিয়ান তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের মূল্যসীমা ৬০ ডলার প্রতি ব্যারেল বেঁধে দেওয়া হয়েছে এবং এটি ইতোমধ্যে পরিবহন ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে শুরু করেছে। ফিন্যান্সিয়াল টাইমস অনুসারে, তুরস্কের উপকূলে একের পর এক জমা হচ্ছে তেলের ট্যাঙ্কার, কারণ জাহাজগুলো সম্পূর্ণ বীমা করা হয়েছে, এমন কাগজপত্র দাবি করছে আঙ্কারা, যার ফলে ১৯টি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার তুর্কি পানিসীমা অতিক্রমের জন্য অপেক্ষা করছে এবং যানজট সৃষ্টি করেছে। নরওয়েজিয়ান শিপিং গার্ডের সোমবার পোস্ট করা একটি বিবৃতি অনুসারে জাহাজের দালাল, তেল ব্যবসায়ী এবং স্যাটেলাইট ট্র্যাকিং পরিষেবাগুলোকে উদ্ধৃত করে ১৬ নভেম্বর জারি করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তুর্কি সরকার, যার মাধ্যমে ‘জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে বা অজান্তে এবং অনিচ্ছাকৃতভাবে’ জাহাজগুলো নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেও যে কোনো পরিস্থিতিতে শিপিং বীমা কভারেজের দলিলপত্রাদির ওপর জোর দিচ্ছে এটি।
বিশ্বের পরিবহন বা শিপিং ইন্স্যুরেন্সের ৯০ শতাংশ ইউরোপে অবস্থিত ‘ইন্টারন্যাশনাল গ্রুপ অফ পিএন্ডআই ক্লাব’ থেকে সরবরাহ করা হয়। এ গোষ্ঠী থেকে বীমাকারীরা কতটা নিশ্চয়তার পরিধি সরবরাহ করতে পারে, তা সীমিত করা হয়েছে, যাতে কেবলমাত্র ইইউ’র নির্ধারিত দরের নীচে পণ্য বহনকারী জাহাজগুলো পশ্চিমা সামুদ্রিক বীমা পেতে পারে। কৃষ্ণ সাগরে রাশিয়ার বন্দরগুলো থেকে বিশ্ব বাজারে রফতানি সংযোগ করার কারণে এ অচলাবস্থা তুরস্কের বসফরাস এবং দারদানেলিস প্রণালীর চারপাশের চলাচলকে প্রভাবিত করেছে। এফটি রিপোর্ট করেছে যে, প্রথম জাহাজটি লক্ষ্যে পৌঁছানোর জন্য ২৯ নভেম্বর থেকে অপেক্ষা করছে। এদিকে, দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস অনুসারে, মস্কো জানিয়েছে যে, তারা প্রতি ব্যারেল ৬০ ডলারের নিচে তার অপরিশোধিত তেল বিক্রি করবে না। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্দার নোভাক ইউরোপের মূল্য সীমাকে একটি হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন, যা বিনিয়োগ বাজারে অস্থিতিশীলতা, জ্বালানি সংস্থানের ঘাটতি এবং হ্রাসের কারণ হতে পারে। নোভাক রোববার বলেন, ‘এটি শুধুমাত্র তেলের ক্ষেত্রেই নয়, বাজারের অন্যান্য পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে এবং শুধুমাত্র রাশিয়ায় নয়, অন্যান্য দেশেও প্রয়োগ করা যেতে পারে।’ সূত্র : বিজনেস ইনসাইডার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।