মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভালো খাবার খেতে রেস্তোরাঁয় ঢুকেছিলেন এক প্রবীণ। কিন্তু খাবারের স্বাদ মোটেই ভালো লাগেনি তার। রেস্তোরাঁর মালিককে সে কথা বলতেই বাধল বিপত্তি। নিজের প্রতিষ্ঠানের খাবারের সমালোচনা সহ্য করতে না পেরে সামনের চুলা থেকে কড়াই তুলে তাতে থাকা ফুটন্ত গরম তেল সোজা ঢেলে দিলেন ক্রেতার গায়ে। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের কটক থেকে ৪৫ কিলোমিটার দূরে বালিচন্দ্রপুর বাজারে। জানা গেছে, ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির নাম প্রসেনজিৎ পরিদা। শনিবার তিনি বাড়ির কাছেই বাজারে একটি রেস্তোরাঁয় খাবার খাবেন বলে ঢুকেছিলেন। কিন্তু সেখানকার খাবারের স্বাদ তার কাছে ভালো লাগেনি। খাওয়া শেষ হলে দাম মেটানোর সময় তিনি জানান, রান্না ভালো হয়নি। তাই তিনি পুরো দাম দেবেন না। এতেই খেপে ওঠেন রেস্তোরাঁর মালিক প্রভাকর সাউ। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণ ঝগড়ার পর হঠাৎ করেই চুলায় বসানো কড়াই তুলে নিয়ে তাতে থাকা ফুটন্ত গরম তেল প্রসেনজিৎকে লক্ষ্য করে ছুড়ে দেন প্রভাকর। প্রচন্ড যন্ত্রণায় আর্তনাদ করতে শুরু করেন প্রসেনজিৎ। রেস্তোরাঁতেই পড়ে গিয়ে ছটফট করতে শুরু করেন তিনি। তার অবস্থা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা এবং রেস্তোরাঁর অন্য ক্রেতারা। তারাই আহত প্রসেনজিৎকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। প্রসেনজিতের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। আপাতত কটকের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বালিচন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালে গিয়ে প্রসেনজিতের জবানবন্দি নিয়েছে পুলিশ। অভিযুক্তকে দ্রæত গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে। দ্য ওয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।